সিলেটের রাজপথে শিক্ষক-কর্মচারী
২১ অক্টো ২০২৫, ০৬:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
ন্যায্য বাসা ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাসহ একাধিক দাবিতে রাজপথে নেমেছেন সিলেটের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাসা ভাড়া ১ হাজার ৫শ’ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ ন্যায্য সকল দাবী পূরণের দাবীতে এবং চলমান শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন সিলেট জেলা স্কুল, কলেজ ও মাদরাসার এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এই আন্দোলনে অংশ নেন সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীরা। সমাবেশ পরবর্তী মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এর আগে গত ১২ অক্টোবর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মিছিল এবং অবরোধসহ ধারাবাহিক নানা কর্মসূচি পালন করে আসছেন। তাদের একটাই দাবি, ‘মানসম্মত জীবন যাপন ও মর্যাদাপূর্ণ শিক্ষাপরিবেশ।’
সিলেট জেলা স্কুল, কলেজ ও মাদরাসার এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী লিয়াজোঁ কমিটির আহ্বায়ক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্কুল, কলেজ ও মাদরাসার এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী লিয়াজোঁ কমিটির সদস্যবৃন্দসহ সিলেটের স্কুল, কলেজ ও মাদরাসার এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীরা। সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের শিক্ষকদের যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে হবে। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার