কনসার্টে ফিরেছে সিলেটের জনপ্রিয় ব্যান্ড “দ্যা পেরিডটস”

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৫ অক্টো ২০২৫, ০৩:১৮ অপরাহ্ণ


কনসার্টে ফিরেছে সিলেটের জনপ্রিয় ব্যান্ড “দ্যা পেরিডটস”

প্রেস বিজ্ঞপ্তি:
দীর্ঘ এক বছরের বিরতির পর আবারো কনসার্টে ফিরেছে সিলেটের জনপ্রিয় ব্যান্ড “দ্যা পেরিডটস”। গেল ১৪ই অক্টোবর, লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “ট্যুরিজম ফেয়ার ২৫”-এ ব্যান্ডটি তাদের প্রাণবন্ত পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করে তোলে।

এই আয়োজনে ব্যান্ডের ভোকাল শান্ত চক্রবর্তী-র নেতৃত্বে “দ্যা পেরিডটস” নতুন উদ্যমে মঞ্চ মাতায়, যা ছিল তাদের প্রত্যাবর্তনের প্রথম প্রকাশ্য কনসার্ট। শান্ত চক্রবর্তীর জানান, ব্যান্ডটি খুব শিগগিরই তাদের প্রথম মৌলিক গান “অবশেষে” শ্রোতাদের সামনে আনতে যাচ্ছে।

তারসাথে ব্যান্ডের সদস্যরা জানান, “অবশেষে” গানটি কথায় ও সুর করেছেন হিমালয় চক্রবর্তী, যা সিলেটের ব্যান্ডসংগীতের নতুন অধ্যায় শুরু করবে। গানটি মুক্তির তারিখ ও প্ল্যাটফর্ম শিগগিরই ঘোষণা করা হবে।

দ্যা পেরিডটস-এর এই প্রত্যাবর্তন সিলেটের সংগীতপ্রেমীদের জন্য এক নতুন আশার আলো, এবং “অবশেষে” গানটি হতে যাচ্ছে তাদের আত্মপ্রকাশের এক ঐতিহাসিক মুহূর্ত।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার