ঘরমুখো মানুষের ঢল, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ অক্টো ২০২৫, ০১:৪৪ অপরাহ্ণ


ঘরমুখো মানুষের ঢল, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটির কারণে রাজধানী ও আশপাশ থেকেও গ্রামে ফিরতে মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ঢাকা–সিলেট মহাসড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। ঢাকা-সিলেটগামী মহাসড়কেও বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলছে থেমে থেমে ধীরগতিতে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, এ সময় স্বাভাবিক অপেক্ষা কয়েকগুণ বেশি গাড়ি সড়কে থাকায় যানজট তৈরি হয়েছে।

তানিয়া আক্তার নামের সিলেটগামী এক যাত্রী জানান, ‌’প্রতি বছর ঈদ ও পূজোর ছুটিতে গ্রামের বাড়ি যাই। কিন্তু এ বছর যানজট এত বেশি যে কখন পৌঁছাব, বোঝার উপায় নেই।’

যানবাহেনর চাপ বাড়ায় ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার এলাকায় গাড়ির গতি অনেকাংশে ধীর হয়ে গেছে।
বাসযাত্রী সোহেল মিয়া বলেন, সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগতো। কিন্তু আজ সকাল থেকে রওনা দিয়েছি—নরসিংদীই পার হতে পারিনি।
ট্রাকচালক আমিনুল ইসলাম জানালেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে জ্বালানির খরচ বেড়েছে।
পুলিশ জানিয়েছে, ছুটির চাপের সঙ্গে বৈরী আবহাওয়ার জন্য সড়কে স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার