দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে আটক ৬

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৭ সেপ্টে ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ


দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে আটক ৬

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খোঁজারখলা ডি ব্লকের খসরু মিয়ার কলোনির সুহেল মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ওই বাসায় আটককৃতরা মিলে জুয়া খেলছিলেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাকুয়া গ্রামের জাহার আলীর ছেলে সুহেল রানা (২৬) ও ইব্রাহিম মিয়ার ছেলে মাসুদ রানা (২৪), একই থানার কাটখাল গ্রামের মৃত সুমন আলীর ছেলে ঢোলক মিয়া (৪৮), চরকাঠখাল গ্রামের আলাল উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৮), হাসিমপুরের মৃত তোতা মিয়ার ছেলে ইদ্রিছ আলী (৩৪) ও মৃত রমজান মিয়ার ছেলে আল আমিন (৩৪)।

তারা সবাই খোঁজার খলার খসরু মিয়ার কলোনিতে বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার এসএমপি অ্যাক্ট এর ৯৫ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার