সিলেট সদর হাসপাতাল পরিদর্শন শেষে যা বললেন জেলা প্রশাসক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ সেপ্টে ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ


সিলেট সদর হাসপাতাল পরিদর্শন শেষে যা বললেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, ‘শামসুদ্দিন হাসপাতালের অবস্থা জেলার অন্যান্য হাসপাতালের তুলনায় ভালো হলেও সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ বুধবার (১০ সেপ্টেম্বর) শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিসি সারোয়ার আলম বলেন, ‘মেডিকেল ইকুইপমেন্ট, জনবল সঙ্কট ও অন্যান্য সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কার্যক্রম শুরুর পর কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনায় চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে সাধারণ মানুষ আরও উন্নত সেবা পাবে। সেবার পরিধি বাড়াতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি।’

পরিদর্শন শেষে নবনির্মিত জেলা হাসপাতাল ভবন ঘুরে দেখেন জেলা প্রশাসক এবং দ্রুত তা চালু করার বিষয়ে সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার