নারীর ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১০ ফেব্রু ২০২৩, ০৮:১৩ পূর্বাহ্ণ


নারীর ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি:
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এ দেশের একজন নারীও যেন অসহায় না থাকে। তিনি নারীর ক্ষমতায়ন চান। তিনি চান নারী অপরের দয়ার জন্য বসে থাকবে না। তিনি চান পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে। নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে ২১ জন নারীর মধ্যে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নারীর শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন সবকিছুর ঊর্ধ্বে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করা নারীদের সহজাত প্রবৃত্তি। একজন মায়ের কিংবা নারীর মধ্যে সমস্যা সমাধানের যে প্রবৃত্তি থাকে সেটা পুরুষদের মধ্যে সাধারণত দেখা যায় না। এ কারণে শান্তিরক্ষার ক্ষেত্রে নারীর মতো দক্ষতা অনেক ক্ষেত্রেই পুরুষরা দেখাতে পারে না। প্রশিক্ষণ দিয়ে নারীর এই সহজাত প্রবৃত্তিকে আরও বেশি উন্নয়ন ঘটানোর বিষয়ে জোর দিতে হবে।

মতলব উত্তর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খানের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার