একটি দল নির্বাচন নিয়ে একেক দিন একেক কথা বলছে : ইকবাল হাসান মাহমুদ টুকু

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৭ জুলা ২০২৫, ০২:১২ অপরাহ্ণ


একটি দল নির্বাচন নিয়ে একেক দিন একেক কথা বলছে : ইকবাল হাসান মাহমুদ টুকু

স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ২০১৪ সাল থেকে ২৪ সাল পর্যন্ত হাসিনার পতনের জন্য যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করি।

তিনি বলেন, আমরা হাসিনা মুক্ত হয়েছি কিন্তু ষড়যন্ত্র মুক্ত হই নাই। বিএনপির বিরুদ্ধ সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পারছি, একটি দল যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা একেক দিন একেক কথা বলছে। কখনো বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কখনো বলছে ভোটের পরিস্থিতি হয়নি, কখনো বলছে নির্বাচন হলে অসুবিধা নাই, কখন কি বলে ঠিক নেই। তবে এটা বুঝা যায় যে তারা সুষ্ঠ নির্বাচন চায় না।

তিনি বলেন, আওয়ামী লীগ এখনো লুটের টাকা দিয়ে ঘালা পানিতে শিকার করতে পারে। আমি সবাইকে হুশিয়ার করে দিতে চাই সবাই সচেতন থাকবেন, যাতে এই উদ্দেশ্য হাসিল না হয়।

তিনি আজ সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপি’র মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির এ কথা ব‌লেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার