লাউয়াছড়ায় ট্রেনের নিচে প্রাণ গেল শাহিনের

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১২ জুন ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ


লাউয়াছড়ায় ট্রেনের নিচে প্রাণ গেল শাহিনের

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শাহিন মিয়া (৩০) নামে যুবকের এক পা ও বুকের এক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বুধবার বিকাল ৫ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া আদমপুরের আধকানী গ্রামের বাজিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যান অতিক্রম করার সময় হঠাৎ ওই ব্যক্তি রেললাইনের উপর চলে আসেন। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শাহিনের সাথে থাকা রাসেল মিয়া জানান, লাউয়াছড়ায় ঘুরতে এসে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়। সে সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের পাশে ছিলাম। অন্যদের সাথে আমিও তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু পথেই শাহিনের মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি, তবে কিভাবে তিনি রেল লাইনে চলে আসেন, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার