বিচার চাইতে এসে স্ত্রী হলেন অচেতন
০৭ ফেব্রু ২০২৩, ০৬:০২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চুরির অপবাদে বাবাকে হারাতে হলো প্রাণ। প্রতিবাদ সভায় বিচার চাইতে গিয়ে কান্নার ঢেউয়ে কথাই বলতে পারল না কিশোরী মেয়ে রাবেয়া বসরী। কোলে দুই বছরের ছোট বোন রায়েশা খাতুনও যেন দিগভান্ত্র। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।
রাজশাহীতে চুরির অভিযোগে ২ নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সভা হয়েছে। নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), চাঁপাইনবাবগঞ্জ শাখা সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে। এ সময় নিহত রাকিবের স্ত্রী সুমি খাতুন অচেতন হয়ে পড়েন।
ইনসাবের জেলা সভাপতি আবদুল কাইউমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি মজিবুর রহমান ভিখু ও এবরান আলী, বণিক সমিতির পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ব্যবসায়ী হাম্মাদ আলী, জাসদ নেতা আব্দুল মজিদ, সদস্য রাকিবুল আলম, নিহত রাকিবের বাবা গোলাম মোস্তফা, ভাই আব্দুল মমিন, স্ত্রী সুমি খাতুন, মেয়ে রাবেয়া বসরী, সংগঠনের বারঘরিয়া ইউনিটের সাধারণ সম্পাদক অসীম আলী প্রমুখ।
কান্নার কারণে রাবেয়া বসরী সভায় ঠিকমতো কথা বলতে পারেনি। তবে তার বাঁধভাঙা কান্নার মাঝেই বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির বিষয়টি স্পষ্ট হয়েছে।
মানববন্ধন শেষে রাকিবের বাবা গোলাম মোস্তফা বলেন, ‘আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি পরের আশ্রয়ে থাকি। এখন রাকিবের ছোট্ট দুটি শিশুকে দেখবে কে? তাদের ভবিষ্যৎ কী হবে?’
রাকিবের ছোট ভাই মোমিন বলেন, মিথ্যা অভিযোগে তাঁর ভাইকে হত্যার পর মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে মডার্ণ ফুড ইন্ডাস্ট্রিজের মালিক আব্দুল্লাহ ও তার সহযোগীরা।
অভিযোগ রয়েছে, গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিসিক এলাকার মডার্ণ ফুড ইন্ডাস্ট্রিজের মালিক আব্দুল্লাহ, তার শ্বশুর সুমনসহ ৪-৫ জন ৪ লাখ টাকা চুরির অভিযোগে রাজমিস্ত্রি রাকিবুল ইসলাম ও তাঁর সহকারী রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করেন। নিহত রাকিবুল জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে। আর রেজাউলের বাড়ি নওগাঁর মান্দায়।
অভিযোগ, টাকা চুরির মিথ্যা অপবাদে দু’জনের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাকিবের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে রাজশাহীর একটি থানায় মামলা করলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার