গোলাপগঞ্জের ইউএনও’র মাতৃবিয়োগ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৯ মে ২০২৫, ০৬:০২ অপরাহ্ণ


গোলাপগঞ্জের ইউএনও’র মাতৃবিয়োগ

গোলাপগঞ্জ সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের মাতা অলকা রানী পাল পরলোকগমন করেছেন। সোমবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন তিনি। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার মুগড়া এলাকার বাসিন্দা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ এলাকায় অলকা রানী পালের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

এদিকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের মাতার মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় বিদেহী আত্মার চিরশান্তি কামনা এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার