সুনামগঞ্জের সাবেক এমপি শামীমা গ্রেপ্তার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১০ মে ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ণ


সুনামগঞ্জের সাবেক এমপি শামীমা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
কৃষকলীগ নেত্রী ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ মে) রাজধানীর ঝিগাতলা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টাসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রীয়াধীন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.4K বার