মোটরসাইকেল নিয়ে যা করতেন ইউসুফ-কামাল

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ মে ২০২৫, ০৭:০০ অপরাহ্ণ


মোটরসাইকেল নিয়ে যা করতেন ইউসুফ-কামাল

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ১শ’ ৯০ বোতল ফেনসিডিলসহ ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জানা যায়, জব্দকৃত মোটরসাইকেল দুটিতে ফেনসিডিল পরিবহন করে নিয়ে যাওয়ার সময় র‌্যাব ধাওয়া করে তাদের গ্রেফতার করে। মোটরসাইকেল দুটির মধ্যে ১টি হলো টিভিএস মেট্টোপ্লাস ও অপরটি হলো ডিসকোভার ১০০ সিসির গাড়ি।

অভিযানে আটককৃতরা হলেন- গোয়াইনঘাট থানার বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭) এবং আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬)।

র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গতকাল শনিবার (৩ মে) রাতে গোয়াইনঘাট থানার ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের উপরগ্রাম হাদারপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ১শ’ ৯০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার