সিলেটে আরও এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২০ এপ্রি ২০২৫, ০৪:০৮ অপরাহ্ণ


সিলেটে আরও এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর (৬২)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ভোরে জকিগঞ্জ পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।

বাবর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার