সিলেটে পুলিশের জালে শামীম

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৫ এপ্রি ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ


সিলেটে পুলিশের জালে শামীম

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ক্রীম উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শামীম আহমদ সাগর (৫৪) শাহপরান (রঃ) থানার কুশিঘাট নয়াবস্তি এলাকার মৃত রিয়াজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত রবিবার বিকেলে মোমিনখলা বাইপাস রোড সংলগ্ন শামীম অটো মেকানিক্স নামক গ্যারেজে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ভারতীয় ৫ হাজার ২শ ৭৮ পিস ভারতীয় ক্রীম যার অনুমান বাজারমূল্য ৪ লাখ ২২ হাজার ২শ ৪০ টাকা জব্দ করা হয়।

এসয় শামীমকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে নিজের চোরাচালানের মাধ্যমে তার ওপর একজন সহযোগীর সহায়তায় ভারতীয় পণ্য বাংলাদেশে এনেছে বলে জানায়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার