গোলাপগঞ্জ-বিয়ানীবাজার হবে উন্নয়নের রোলমডেল: ফয়সল চৌধুরী
১৯ মার্চ ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ


প্রেস বিজ্ঞপ্তি
সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ভোটাধিকার প্রয়োগে প্রায় দেড়যুগ ধরে বঞ্চিত দেশের মানুষ। তারা এখন ভোট দিতে উন্মুখ। আগামী নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার হবে উন্নয়নের রোলমডেল। এর আগে ৯১ ও ২০০১ সালেও বিএনপি সরকারের হাত ধরে এ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তার ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে এ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। তারা কেবল গোলাপগঞ্জ- বিয়ানীবাজারবাসীকে স্বপ্ন দেখিয়েছে। ছলনা প্রতারনা করেছে। লুটপাটের রাজনীতি করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের নেত্রীর পথ ধরে তারাও পালিয়েছে। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক।
ফয়সল চৌধুরী বুধবার (১৯ মার্চ, ১৮ রমজান) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লাউতা ইউনিয়ন বিএন পির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও জামাল আহমেদের পরিচালনায় অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা হাজী এমএ মাসুদ চেয়ারম্যান।
বিয়ানীবাজারের লাউতা বারইগ্রাম বাজারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মানিক মিয়া, কুড়ার বাজার ইউনিয়ন বিএন পির সভাপতি আলি আহমেদ মেম্বার, জামাল আহমেদ, সামস উদ্দিন, জয়নাল আহমেদ, আব্দুল খালিক, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, আবদুল গফুর, হোসেন আহমেদ মেম্বার, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের আহবায়ক ফাহিম সাকিল অপু, মারুফ আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম, অলিউর রহমান তারেক, আমিনুল ইসলাম, জামিল আহমেদ, হিরন আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুবদল নেতা ময়জুল ইসলাম, কৃষক দল নেতা শাহাদাত হোসেন প্রমুখ।
এছাড়া বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার