আম্বরখানার দুই ছিনতাইকারীকে গণ ধো লাই দিয়ে পুলিশে দিল জনতা
০৬ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরে আম্বরখানা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মহাগরের আখালিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশানযোগে আম্বরখানা যাচ্ছিলেন এক ব্যবসায়ী। অটোরিকশায় আগে থেকে উৎ পেতে ছিলো ছিনতাইকারী চক্র। আম্বরখানার কাছাকাছি আসা মাত্রই ওই ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা করা হলে তিনি চিৎকার শুরু করেন। এসময় পথচারীরা এগিয়ে এসে দুজন ছিনতাইকারীকে আটক করেন। তবে দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ আসলে দুই ছিনতাইকারীকে তাদের কাছে সোপর্দ করেন জনতা। আটক দুই ছিনতাইকারীর নাম রুহেল আহমেদ, আব্দর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান, আটকের পর জনতা দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। থানায় নিয়ে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার