এক বোতলে শত টাকা ‘লাভ’ : সিলেটে সয়াবিন তেল কোম্পানীর মালিক গ্রে ফ তা র

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৬ মার্চ ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ণ


স্টাফ রিপোর্টার:

সিলেটে পবিত্র রমজান মাসে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। বাজারে তেল না থাকলেও গোডাউনে মজুত রাখা হয়েছে প্রচুর পরিমাণে তেল, যা পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে।

 

 

 

 

 

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে সিলেট বিসিক শিল্প নগরী, খাদিম নগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানের মালিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, খাদিম নগর এলাকার “আর বি এডিবল ফুড প্রোডাক্ট” প্রতিষ্ঠানটি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। যেখানে ৫ লিটার সয়াবিন তেলের বাজারমূল্য ৮৫০ টাকা, সেখানে ওই প্রতিষ্ঠান ৯৫০ টাকায় তা বিক্রি করছিল। অভিযানের পূর্বে তারা কিছুটা দাম কমিয়ে ৯২৫ টাকা করলেও তেলের মূল্য এখনও বাজারদরের চেয়ে বেশি ছিল। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড ‘তৃপ্তি’র মোড়কে এ দাম নির্ধারণ করেছিল।

 

 

 

 

অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. ওমর সানী আকন। এসময় তার সঙ্গে ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. নজরুল ইসলাম।

 

 

 

 

অভিযানে “আর বি এডিবল ফুড প্রোডাক্ট” প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মালিক বদরুল ইসলাম (৭৫)সহ আরও একজনকে গ্রেফতার করা হয়। বদরুল ইসলাম সিলেটের মিরাবাজার আটপাড়া এলাকার বাসিন্দা। তবে গ্রেফতার অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে ভোক্তাদের স্বাভাবিক দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার