সিলেটে রেহানার কাছে মিললো প্রায় ৬ হাজার পিস ইয়াবা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ মার্চ ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ


সিলেটে রেহানার কাছে মিললো প্রায় ৬ হাজার পিস ইয়াবা

নিজস্ব ডেস্ক:
হবিগঞ্জে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত রেহেনা বেগম (৪০) উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

গতকাল সোমবার (৩ মার্চ) সকালে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধীনস্থ মনতলা বিওপির সুবেদার কাজী শাহীন এর নেতৃত্বে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৯শ ৫০ পিস ইয়াবাসহ রেহেনাকে আটক করে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার