সিলেটে কারের সাথে ধাক্কা লেগে উল্টে গেলো সরকারি কর্মকর্তার গাড়ি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৩ মার্চ ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ


সিলেটে কারের সাথে ধাক্কা লেগে উল্টে গেলো সরকারি কর্মকর্তার গাড়ি

স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে উল্টে গেল জেলা পরিষদ কর্মকর্তার গাড়ি। এ ঘটনায় একজন আহত হয়েছেন। রোববার (২ মার্চ) দুপুরে এয়ারপোর্টে রোডে মালনিছড়া চা বাগান সংলগ্ন সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, জেলা পরিষদ কর্মকর্তার গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে কর্মকর্তার গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে আহত হন একজন।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার