বাংলাদেশের দুঃসময়েও উন্নতি তাসকিন-তাওহিদের

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৭ ফেব্রু ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ


বাংলাদেশের দুঃসময়েও উন্নতি তাসকিন-তাওহিদের

স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে ভরাডুবির মধ্যেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়, জাকের আলী ও তাসকিন আহমেদ। বুধবার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে তিনজনই তার পুরস্কার পেলেন।

ওয়ানডে বোলারদের তালিকায় প্রথমবার সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন তাসকিন। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দল হারলেও দারুণ বোলিংয়ে দুই উইকেট নেন বাংলাদেশের এই ডান-হাতি পেসার। এই পারফরম্যান্সে ছয় ধাপ এগিয়ে তাসকিন এখন ৩০ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫২৮। দুটিই ক্যারিয়ারসেরা। চার ধাপ পিছিয়ে তাসকিনের সঙ্গে যুগ্মভাবে ৩০ নম্বরে বাংলাদেশের আরেক বোলার মেহেদী হাসান মিরাজ।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তাওহিদ ও জাকের। ভারতের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে ১৮ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন তাওহিদ। দুই ম্যাচে যথাক্রমে ৬৮ ও ৪৫ রান করা জাকের ৬৪ ধাপ এগিয়ে এখন ৯৪ নম্বরে। এছাড়া পিছিয়েছেন বাংলাদেশের সব ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের ইনিংসের পরও দুই ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম (৪২) নয় ধাপ এবং মাহমুদউল্লাহ (৪৩) ও মেহেদী হাসান মিরাজ (৭৫) পিছিয়েছেন সাত ধাপ করে।

শীর্ষ পাঁচে পরিবর্তন মাত্র একটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বিরাট কোহলি এক ধাপ এগিয়ে পাঁচে উঠে আসায় শীর্ষ পাঁচে এখন ভারতের ব্যাটার তিনজন। শুবমান গিল শীর্ষে ও রোহিত শর্মা তিনে। দুইয়ে থাকা পাকিস্তানের বাবর আজমের চেয়ে ৪৭ রেটিং পয়েন্টে এগিয়ে গিল। বোলারদের র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে নয়ে নেমে গেছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার