পুলিশকে বলব আরও বেশি সক্রিয় হওয়ার জন্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ ফেব্রু ২০২৫, ০৪:২৭ অপরাহ্ণ


পুলিশকে বলব আরও বেশি সক্রিয় হওয়ার জন্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:
পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণকে বলব আইন নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলব আরও বেশি সক্রিয় হওয়ার জন্য, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। কিছুদিনের মধ্যেই পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়ানো হবে বলেও জানান জাহাঙ্গীর আলম।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি অস্বীকার করব না যে, ঘটনাগুলো ঘটছে না। কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা লোকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। যারা এসব (অপরাধ) করছে, এরা আমাদেরই পোলাপান, ওদের একটু বোঝাতে হবে, যেন অপকর্ম থেকে সরে আসে। আরেকটা বিষয়- আমাদের যে স্ট্যাটিসটিকস আছে, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে।’

দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি জমির টপ সয়েল ধ্বংস করে ইটভাটায় মাটি নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, কৃষি জমি রক্ষায় ‘কৃষি জমি সুরক্ষা আইন’ করতে যাচ্ছেন তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইটের ভাটায় কৃষি জমির টপ সয়েল নিয়ে কৃষি জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা যদি হতে থাকে তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। এটি যেন না হয় সে কারণে কৃষি জমি রক্ষায় আমরা কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছি।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার

সর্বশেষ

স্টাফ রিপোর্টার:  চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার রাতে এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর সোনাতলা এলাকার চাতলীবন গ্রামের শমশের আলীর ছেলে, জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেব আহমদ (৩০), আরামবাগ ৩নং রোডের আবদুল কাইয়ূমের ছেলে, ছাত্রলীগের সদস্য মো. মাহবুবুর রহমান (২১) এবং মীরবক্সটুলা আজাদী-২৫ নম্বর বাসার মো. কলিম মিয়ার ছেলে সাইফুর রহমান (৪৫)।              গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার: চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার রাতে এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর সোনাতলা এলাকার চাতলীবন গ্রামের শমশের আলীর ছেলে, জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেব আহমদ (৩০), আরামবাগ ৩নং রোডের আবদুল কাইয়ূমের ছেলে, ছাত্রলীগের সদস্য মো. মাহবুবুর রহমান (২১) এবং মীরবক্সটুলা আজাদী-২৫ নম্বর বাসার মো. কলিম মিয়ার ছেলে সাইফুর রহমান (৪৫)। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

বিয়ানীবাজারে সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান

বিয়ানীবাজারে সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান

ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া নিয়ে যা বললেন বেবিচক চেয়ারম্যান

ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া নিয়ে যা বললেন বেবিচক চেয়ারম্যান

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন