গোলাপগঞ্জে ২ ডাকাত গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ ফেব্রু ২০২৫, ০২:৪৬ অপরাহ্ণ


গোলাপগঞ্জে ২ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জে আন্তজেলা ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে জকিগঞ্জের আনন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে আব্দুল্লাহ আহমদ এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রানিগাঁ (মাতায়ারা) গ্রামের মজনু মিয়ার ছেলে মো. ফয়সাল হাসান। এরমধ্যে আব্দুল্লাহ আহমদ বর্তমানে জালালাবাদ থানার পার্কভিউ আবাসিক এলাকার ১৪০নং বাসায় এবং মো. ফয়সাল হাসান আখালিয়া এলাকায় বসবাস করে আসছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-টু-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের এই ২ সদস্যকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। অপর আসামি মো: ফয়সাল হাসান এর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার