সিলেটে ব্যবসায়ী খুন : নেপথ্যে ‘ছিনতাই’

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ ফেব্রু ২০২৫, ০২:৪১ অপরাহ্ণ


সিলেটে ব্যবসায়ী খুন : নেপথ্যে ‘ছিনতাই’

স্টাফ রিপোর্টার:
সিলেটে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাতের আঁধারে তাকে খুন করা হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেহপুরের পীরেরগাঁও নামক গ্রামের এক ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম সমর আলী (৬৫)। তার বাড়ি একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামে। তিনি পেশায় একজন ছাগল ব্যাপারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যা বেলা স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর তিনি ব্যবসায়ীক কাজে বের হন। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। পথিমধ্যে কে বা কারা তার উপর হামলা চালিয়ে খুন করে টাকা নিয়ে পালিয়ে যায়।

আজ বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। সেখান থেকে জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দেবলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে পাঠানো হবে। তিনি জানান, নিহতের ডান কাঁধে জখম রয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার