সিলেটে ছিনতাই কারীকে জনতার ধাওয়া : গণপিটুনি খেয়ে হাসপাতালে

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ ফেব্রু ২০২৫, ০২:৩৭ অপরাহ্ণ


সিলেটে ছিনতাই কারীকে জনতার ধাওয়া : গণপিটুনি খেয়ে হাসপাতালে

স্টাফ রিপোর্টার:
সিলেটে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক ছিনতাইকারী। এসময় উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া থেকে আটক করা হয়। এর আগে রিকাবিবাজার এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে ওই ছিনতাইকারী।

আটক ছিনতাইকারীর নাম শরিফ আহমদ। সে সিলেটের আখালিয়া এলাকার মকদ্দছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১১টার দিকে রিকাবিবাজার পয়েন্টে শরিফ মোটরসাইকলযোগে এসে এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা তাকে ধাওয়া করে সুবিদবাজার বনকলাপাড়ায় গিয়ে ধরতে সক্ষম হন এবং ধোলাই দেন। এসময় শরিফের কাছ থেকে ছুরি ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা শরিফকে সোপর্দ করেন।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দর থানার এসআই প্রনজিত মন্ডল বলেন, তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার