চার নারী-পুরুষকে ধরলো সিলেট র‌্যাব

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৫ ফেব্রু ২০২৫, ০২:৪১ অপরাহ্ণ


চার নারী-পুরুষকে ধরলো সিলেট র‌্যাব

স্টাফ রিপোর্টার:
সিলেটস্থ র‌্যাব-৯ এর সিপিসি-১ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও রাধিকা এলাকায় অভিযান চালিয়েছে। পৃথক অভিযানে দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদক।

সোমবার রাত সোয়া ১০টার দিকে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ এর একটি দল। এসময় ২ কেজি গাঁজা ও ৬৯ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের জুম্মন মিয়ার স্ত্রী আছমা আক্তার (৩৫) ও একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী বকুল আক্তার (৩৮)।

এদিকে, সোমবার দিবাগত রাত আড়াইটার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের রাধিকা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার বালুয়াকান্দা গ্রামের মৃত আকবর আলীর ছেলে টিটু মিয়া (৪৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার শান্তিপুর বড়বাড়ীর মৃত মোসলেম মিয়ার ছেলে ইউনুস মিয়া (৩৬)।

এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার