প্রেমিকার সঙ্গে একান্তে সরকারি কর্মকর্তা, ধরে ফেললেন স্ত্রী, অতঃপর…

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৪ ফেব্রু ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ


প্রেমিকার সঙ্গে একান্তে সরকারি কর্মকর্তা, ধরে ফেললেন স্ত্রী, অতঃপর…

স্টাফ রিপোর্টার:
প্রেমিকার সঙ্গে একাকী সময় কাটাচ্ছিলেন। তবে ধরে ফেললেন স্ত্রী এবং পরিবারের সদস্যরা। তাদের কাছে ধরা পড়ে বেদম পিটুনি খেলেন এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সঙ্গে তার প্রেমিকাও মার খেলেন।

ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের ওয়ারাসিগুডা এলাকায়। ওই সরকারি কর্মকর্তার নাম জানকিরাম। তিনি গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের যুগ্ম কমিশনার।

পরিবারের কাছে হাতেনাতে ধরা পড়ার পর তার মার খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

খবরের শিরোনামও হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে প্রেমিকাকে এনেছিলেন জানকিরাম। কিন্তু সেই সময়ই পরিবারের সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হন তার স্ত্রী কল্যাণী এবং পরিবারের বাকি সদস্যরা।

প্রেমিকাকে শৌচাগারে লুকিয়ে রেখেও লাভ হয়নি। হাতেনাতে ধরা পড়েন জানকিরাম। এর পরই জানকিরাম এবং তার প্রেমিকাকে মারধর করেন কল্যাণী এবং পরিবারের সদস্যরা। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দিও করা হয়। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

খবরটি প্রথম প্রকাশ্যে আসে ‘বিগ টিভি’ নামে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। জানকিরামের স্ত্রীর অভিযোগ, একাধিক নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন তার স্বামী। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতে তদন্তে নেমেছে ওয়ারাসিগুডা থানার পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার