দুই মাদ্রিদকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিল বার্সা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৩ ফেব্রু ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ


দুই মাদ্রিদকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিল বার্সা

স্পোর্টস ডেস্ক:
মৌসুমের শুরুতে দাপট দেখানো বার্সা মাঝে হঠাৎই খেই হারায়। আর সেই সুযোগে অনেকটা পেছনে থেকে উঠে শীর্ষে উঠে যায় রিয়াল মাদ্রিদ। এ সময় রিয়ালকে সমান তালে টেক্কা দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। সবশেষ ম্যাচে জয়ের পর তো রিয়ালকে টপকে শীর্ষেও উঠে গিয়েছিল দলটি। তবে তাদের সেই শীর্ষে ফেরাটা দীর্ঘস্থায়ী হতে দেয়নি বার্সা। লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে কাতালান ক্লাবটি।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ গ্রান ক্যানেরিয়ায় প্রথমার্ধে বেশ ভুগতে হলেও দ্বিতীয়ার্ধে পরিণত ফুটবল খেলেছে বার্সা। নয়তো প্রথমার্ধে গোল বঞ্চিত থাকার পর মনে হচ্ছিল আবারও না এই মাঠ থেকে মাথা নিচু করে ফিরতে হয় বার্সাকে। কেননা, সবশেষ এই পালমাসে এসে ২-১ গোলে হারতে হয়েছিল বার্সাকে। তাই সেই শঙ্কা ছিলই।

দ্বিতীয়ার্ধে তাই মাঠে নেমেই প্রথমার্ধের করা ভুল শুধে গোলের জন্য ছুটেছে বার্সা। ম্যাচের ৬২ মিনিটে দলটি পায় সেই বহুল প্রত্যাশিত গোল। রাফিনিয়ার হেড অলক্ষ্যে যাওয়ার পর মুহূর্তেই লামিন ইয়ামালের অ্যাসিস্ট থেকে দারুণ গোলে বার্সাকে এগিয়ে নেন ওলমো। ইয়ামালের দারুণ এক পাস বক্সে নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ উইঙ্গার। এরপর লেভান্ডেভস্কি দু দফা গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। মনে হচ্ছিল ম্যাচটা বুঝি ১-০ গোলেই শেষ হতে যাচ্ছে।

পরে যোগ করা সময়ে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তোরেস। বদলি নামা তোরেস রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের কোণা থেকে বাঁ পায়ে জোরাল শটে বল জালে জড়ান। তাতেই নিশ্চিত হয় বার্সার জয়।

এ জয়ের সুবাদে নতুন বছরে ১৩ ম্যাচ অপরাজেয় থাকল বার্সা। আর তাতে শীর্ষে উঠে এলো হ্যান্সি ফ্লিকের দল। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দলটি এখন সবার ওপরে। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে তিন নম্বরে অবস্থান করা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার