গোলাপগঞ্জে ডিজিটাল স্ক্রিনে হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?’ ডায়লগ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৩ ফেব্রু ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ


গোলাপগঞ্জে ডিজিটাল স্ক্রিনে হঠাৎ ভেসে উঠলো ‘চাচা হাসু আপা কোথায়?’ ডায়লগ

শাহরিয়ার ইমন:

চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’।  সিলেটের গোলাপগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডের এমন লেখা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা উপজেলায়।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের ২য় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার। সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে, ‘‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’

 

এমন লেখা ভেসে উঠলে কে বা কারা এটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের এ ভিডিওটি ঘিরে আলোচনার ঝড় বইছে।

 

 

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা  বলেন, বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখছি।

 

 

রাত ১০টার দিকে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে কিন্তু মার্কেটটি বন্ধ থাকায় কিছু জানা যায়নি। আগামীকাল মার্কেট খুললে কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার