মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিচার শুরু

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ ফেব্রু ২০২৫, ০৭:২৫ অপরাহ্ণ


মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিচার শুরু

স্টাফ রিপোর্টার:
সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ মঙ্গলবার এ আদেশ দেন বরে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম।

এদিন সকাল সাড়ে ১০টায় উর্মি আদালতে হাজির হন। এসময় তার আইনজীবী পি এম মাহাদী হাসান অব্যাহতি চেয়ে আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, “আসামি মামলার কথিত ঘটনার সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে মামলার কথিত ঘটনা মিথ্যা। আসামি সম্পূর্ণ নির্দোষ। আসামি সেই সময়ে পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে ফেইসবুক পোস্ট অনুযায়ী নিজস্ব অভিমত প্রকাশ করেছেন। সেই পোস্ট বাদীর সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়।

“দণ্ডবিধির ৪৯৯/৫০০ ধারার বিধানে মানহানির ক্ষেত্রে যে ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, সেই ব্যক্তি নিজে এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে তার বাবা, মা অথবা নিকটাত্মীয় এই মানহানির মামলা করতে পারেন। এই মামলার বাদী শহীদ আবু সাঈদের বা ড. মুহাম্মদ ইউনুসের রক্ত সম্পর্কিত কেউ নন। বাদীর দায়েরকৃত অভিযোগ করার আইনগত কোনো ভিত্তি নেই, বিধায় আসামি অব্যাহতি পাওয়ার হকদার বটে।”

এসময় অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম।

শুনানিতে তিনি বলেন, “আসামি ইচ্ছাকৃতভাবে ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ছাত্- জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই তিনি ফেইসবুকে এই মানহানিকর পোস্ট দিয়েছেন। এ মামলার বাদী সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন ও ১১ দিন জেলহাজতে ছিলেন। তাই এই মামলা দায়েরের ক্ষেত্রে আইনগত বাধা ছিল না। এ মামলায় অভিযোগ গঠনের যথেষ্ট উপাদান রয়েছে৷ তাই অভিযোগ গঠনের প্রার্থনা করছি।”

দুই পক্ষের শুনানি শেষে দণ্ডবিধির ৫০০ ধারায় উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।

শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের অন্য শহীদদের নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করার অভিযোগে গত ৮ অক্টোবর তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আদালতে এ মানহানি মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন বাদীর জবানবন্দি পর্যালোচনা করেন ২৮ নভেম্বর বরখাস্ত সহকারী কমিশনার উর্মিকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

নির্ধারিত দিনে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন উর্মি। শুনানি শেষে আদালত পাঁচশ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরে বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি বদলি করা হয়।

মামলার আবেদনে বলা হয়, তাপসী তাবাসুম উর্মি গত ৫ অক্টোবর ফেইসবুকে একটি পোস্ট করেন, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হয়।

ওই পোস্টের মাধ্যমে শহীদ আবু সাঈদসহ আন্দোলনের অন্যান্য শহীদদের ‘অপমান’ করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী।

বাদী মনে করেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে তাপসী তাবাসসুম উর্মি আন্দোলনের একজন শহীদের বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক বক্তব্য’ দিয়ে তার ‘অবমাননা’ করেছেন; আর তাতে আন্দোলনের একজন কর্মী হিসেবে বাদী ‘ব্যথিত ও অপমানিত’ হয়েছেন।

তাপসী তাবাসুম উর্মি সরকারের দায়িত্বশীল পদে থাকার পরও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও ‘অবমাননাকর বক্তব্য’ ফেইসবুকে লিখেছেন বলে আবেদনে অভিযোগ করা হয়।

সেখানে বলা হয়, সরকারপ্রধান সম্পর্কে ‘বিষোদ্গার’ এবং ‘সরকার উৎখাতের হুমকি’ দিয়ে জনমনে ‘ভীতি সৃষ্টি করা হয়েছে’ ওই ফেইসবুক পোস্টে।

গত ৫ অক্টোবর লালমনিরহাটের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের প্রসঙ্গ ধরে ফেইসবুক পোস্টে বলেন, “কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

তার ওই পোস্ট ফেইসবুকে ছড়িয়ে পড়লে পরদিন তাকে প্রত্যাহার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার