বিভিন্ন স্থানে বিএনপির আহ্বায়ক কমিটি
০৩ ফেব্রু ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বান্দরবান, মানিকগঞ্জ, নাটোর ও নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। এদিকে কাউনিয়ার হারাগাছ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে মোনায়েম হোসেন ফারুককে সভাপতি ও নুরুল আমিন দাজুকে সম্পাদক এবং হারুনুর রশিদ সমাপ্তিকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
পাঠানো খবর : বান্দরবান জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ সাত বছর পর এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক সংসদ-সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে আহ্বায়ক এবং সাবেক পেৌর মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিব রাখা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ এবং সদস্য সাবেক সংসদ-সদস্য রাজপুত্র বধূ মাম্যাচিং। মানিকগঞ্জ জেলা বিএনপির কিমিটি বিলুপ্ত করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। নতুন আহ্বায়ক কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদষ্টো জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- এসএ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাডভেকেট আফম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন ও গোলাম আবেদীন কায়সার। নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জেলা কমিটির সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এছাড়া আহ্বায়ক কমিটিতে আব্দুল আজিজ, জিল্লুর রহমান চেৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও দাউদার মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন, আবুল কাশেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তাফা, সুফিয়া হক এবং রঞ্জিত কুমার সরকারকে সদস্য করা হয়েছে। এদিকে ঘোষিত নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসুবকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিএনপির অনেক নেতাকর্মী। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক ও হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সাবেক জেলা বিএনপি সভাপতি হায়দার বিএসসি ও সদস্য সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। কাউনিয়ার হারাগাছ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। প্রায় দুই দশক পর সম্মেলনে মোনায়েম হোসেন ফারুককে সভাপতি ও নুরুল আমিন দাজুকে সম্পাদক এবং হারুনুর রশিদ সমাপ্তিকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শনিবার সন্ধ্যায় হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। পৌর বিএনপির আহ্বায়ক মোনায়েম হোসেন ফারুকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সদস্য সচিব আনিছুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা।
এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার