বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৮ জানু ২০২৫, ১২:০২ অপরাহ্ণ


বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

স্টাফ রিপোর্টার:
প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে খো খো বিশ্বকাপ। দিল্লিতে চলমান এই টুর্নামেন্টে বাংলাদেশ পা রেখেছিল রুপা জয়ের প্রত্যাশা নিয়ে। তবে সে আশা পূরণ হয়নি বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশের।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ বিধ্বস্তই হয়েছে রীতিমতো। পুরুষ বিভাগের মতো নারী দলও একই ভাগ্য বরণ করেছে।

শুক্রবার ছেলেদের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ হেরেছে নেপালের কাছে। ম্যাচটা যে একপেশে হয়েছে, তা সেটা স্কোরলাইনেই স্পষ্ট। ৬৭-১৮ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচে সেরা অ্যাটাকারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের রহমত ইসলাম। তাতে কিছুটা হলেও সান্ত্বনা মিলেছে।

মেয়েদের খেলায় সেটাও মেলেনি। শুধু বড় ব্যবধানে হারটাই সঙ্গী হয়েছে। শেষ আটের লড়াইয়ে স্বাগতিক ভারতের কাছে ১০৯-১৬ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

গ্রুপ নিয়ে অভিযোগ ছিল। কারণ একই গ্রুপে বিশ্ব র‌্যাংকিংয়ের দুই (বাংলাদেশ), তিন (নেপাল) ও চার (ইরান) নম্বর দল থাকায় কিছুটা অভিযোগ ছিল। কিন্তু তাতে কান দেয়নি আয়োজকরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার