র‍‍্যাবের জালে দুজন

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৩ জানু ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ণ


র‍‍্যাবের জালে দুজন

স্টাফ রিপোর্টার:
র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রবিরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিচকুঞ্জেরা গ্রামের মৃত শাহ আলমের ছেলে মো. নুরুল আলম সুমন (৪০) ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পূর্ব হিংগুলী গ্রামের হারাধন দাসের ছেলে আশীষ দাস (১৯)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

তিনি জানান- আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার