কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় শিশুর পর এবার দাদি-ফুফুর মৃত্যু

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ জানু ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ


কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় শিশুর পর এবার দাদি-ফুফুর মৃত্যু

কানাইঘাট সংবাদদাতা:
জকিগঞ্জ-সিলেট সড়কের কানাইঘাটে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যুর পর একে একে মারা গেলেন তার দাদি ও ফুফু। চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রথমে দাদি এরপর ফুফুর মৃত্যু হয়েছে।

গত ২৫ ডিসেম্বর জুলাই ব্রীজের পশ্চিম পাশে ট্র্যাক্টরের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ ঘটে। এসময় অটোরিকশা চালকের শিশু মেয়ে ইবা আক্তার নিহত হন। এসময় গুরুতর আহত তার দাদী খাজুর বিবি (৮০) ও ফুফু সফাতুন নেছা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, ২৫ ডিসেম্বর দুর্ঘটনা কবলিত সিএনজি চালকসহ একই পরিবারের ৬ জন গুরুতর আহত হন। সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়ার পর জকিগঞ্জ উপজেলার মাতারগ্রামের আবুল কালামের মা খাজুর বিবি নিজ বাড়িতে মারা যান।

এদিকে সিলেটে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) অটোরিকশা চালকের বোন সফাতুন নেছা মৃত্যুবরণ করেন।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে একই পরিবারের শিশুসহ ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাত ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার মাতারগ্রামের সিএনজি চালক আবুল কালাম তার নিজ বাড়ি থেকে সিএনজি অটোরিকশা চালিয়ে পরিবারের বৃদ্ধ মা সহ পরিবারের ৬ জন সদস্যদের নিয়ে সিলেট শহরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট বাংলাবাজারের পূর্বে জুলাই ব্রীজ সংলগ্ন স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশাটি একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবুল কালামের শিশু মেয়ে ইবা আক্তার মৃত্যুবরণ করে।

এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার