বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন থেকে যুবকের লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

৩০ ডিসে ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ


বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন থেকে যুবকের লাশ উদ্ধার

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারের নিভৃত এলাকার একটি পুকুর থেকে আমিনুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের চান্দলা গ্রামের একটি পুকুরে তার ভাসমান লাশ পাওয়া যায়। নিহত যুবক প্রতিবেশী বড়লেখা উপজেলার চান্দগ্রামের ইলিয়াছ আলীর ছেলে।

পুলিশ জানায়, নিহত যুবক মানষিক প্রতিবন্ধি। তিনি সরকারিভাবে প্রতিবন্ধি ভাতা পেতেন।
তার পিতা ইলিয়াছ আলী ছেলে মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সমেদ আলী বলেন, উদ্ধারকৃত মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই।

এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার