বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে গেল ভারত
২২ ডিসে ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
কদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা দেশে এনেছে বাংলাদেশ যুবারা। সেই সুযোগ ছিল এবার মেয়েদের সামনেও। সেই সঙ্গে সুপার ফোরে ভারতের বিপক্ষে হারের শোধ তোলারও সুযোগও ছিল বাংলাদেশের কিশোরীদের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হেরেছে ৪১ রানের বিশাল ব্যবধানে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরুতে ব্যাট করতে নামা ভারতকে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। যা স্বপ্ন দেখাচ্ছিল শিরোপা জয়ের। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি। বাংলাদেশ গুটিয়ে যায় ১৮.৩ ওভারে ৭৬ রানে।
শিরোপা নির্ধারণী ম্যাচে বায়ুমাস ক্রিকেট ওভালে টস জিতে রোববার ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন।
সহজ লক্ষ্যে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৩ উইকেট খরচ করে দলীয় ফিফটি পেরোয় বাংলাদেশ। স্বপ্ন দেখছিল দারুণ কিছুর। তবে এর পরপরই ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তুলতে পারে ৭৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে জুরিয়া ফেরদৌসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ফাহমিদা ছোঁয়া। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন আয়ুশি শুকলা।
এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার