সাদপন্থীদের ইজতেমা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ ডিসে ২০২৪, ০৮:০৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
টঙ্গী ইজতেমা মাঠে হামলার ঘটনায় বিতর্কিত তাবলিগের সাদপন্থী গ্রুপ এবার ইজতেমা করতে পারবে কি না এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সাদপন্থীরা এবার ইজতেমা করতে পারবে কি না তা নিয়ে বিবদমান গ্রুপগুলো আলোচনা করছে এবং সরকার চায় তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলায় চারজন নিহতের ঘটনায় মামলা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই হত্যার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
এর আগে ইজতেমা মাঠে সহিংস ঘটনার জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের সঙ্গেই বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা। সচিবালয়ে বৈঠকের পর হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক সাংবাদিকদের জানান, এবার সাদপন্থীরা আর ইজতেমা করার সুযোগ পাবে না। তাদের সেই সুযোগ দেওয়া হবে না।
এ প্রসঙ্গে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান যে, সাদপন্থীদের ইজতেমার জন্য যে তারিখ ঠিক করে দেওয়া হয়েছিল সেটি বহাল আছে কি-না এবং তাদের ইজতেমার বিষয়ে সরকারের অবস্থান কী? জবাবে উপদেষ্টা বলেন, তাদের (বিবদমান বিভিন্ন পক্ষ) মধ্যে একটি আলোচনা চলছে এবং সরকার চায় তারাই সিদ্ধান্ত নিক।
তাবলিগে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এর জের ধরে বুধবার ভোরে আবারও রক্তাক্ত হয় টঙ্গীর ইজতেমা মাঠ। সাদপন্থীরা ভোররাতে ইজতেমা মাঠ দখল করতে গেলে সেখানে বাধার মুখে পড়ে শুরাপন্থীদের ওপর হামলা চালায়। এতে চারজন নিহত এবং শতাধিক আহত হন।
এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার