সিলেট সীমান্ত থেকে ৩ নারী আটক
০৮ অক্টো ২০২৪, ০৫:৫০ অপরাহ্ণ
টাফ রিপোর্টার:
সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে ৩ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র সিলেট ৪৮ ব্যাটালিয়নের একটি টহল টিম মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকা থেকে এ তিজনকে আটক করে।
আটকরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর থানার কপরিযা গ্রামের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), বিনয় দত্তের মেয়ে দীঘি জোয়াদ্দার (১৪) ও একই জেলার শালিখা থানার সাবরি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 992 বার