বাংলাদেশকে ধসিয়ে বিশ্বরেকর্ড গড়ল ভারত
০৭ অক্টো ২০২৪, ০১:২১ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের বিপক্ষে পাত্তায় পায়নি বাংলাদেশ। ১২৭ রানে বাংলাদেশকে অলআউট করে ১১.৫ ওভারে জয় তুলেছে ভারত। তাও ৭ উইকেট হাতে রেখে। এমন জয়ের ম্যাচে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে সূর্যকুমার যাদবের দল।
টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি অলআউট করার কীর্তি এখন ভারতের। ২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর সবমিলিয়ে প্রতিপক্ষকে ৪২বার অলআউট করেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে যা সর্বোচ্চ। অবশ্য ভারতের সঙ্গে এই তালিকায় নাম আছে পাকিস্তানেরও। ভারতের সমান ৪২বার প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি আছে তাদেরও।
কীভাবে ১৮০ রান করতে হয় জানে না বাংলাদেশ: অধিনায়ক শান্ত
এ তালিকায় পরের অবস্থানে আছে নিউজিল্যান্ডের নাম। ব্ল্যাকক্যাপসরা প্রতিপক্ষকে টি-টোয়েন্টি ক্রিকেটে অলআউট করেছে ৪০বার। এরপরে আছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। প্রতিপক্ষকে মোট ৩৫বার অলআউট করেছে তারা। আর ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষকে অলআউট করেছে ৩২বার।
শুধু তাই নয় ১০০ রানের বেশি টার্গেটে ব্যাট করে সবচেয়ে কম বলে সেই লক্ষ্য পেরিয়ে যাওয়াতেও রেকর্ড গড়েছে ভারত। বাংলাদেশের ১২৭ রানের লক্ষ্য ৪৯ বল হাতে রেখে টপকে গেছে ভারত। যা ১০০ এর বেশি টার্গেটে ব্যাটিং করে বল হাতে রেখে সবচেয়ে বড় জয় ভারতের।
বল হাতে রাখার বিবেচনায় এর আগে, ভারতের সবচেয়ে বড় জয় ছিল ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। হারারেতে সেই ম্যাচে মাত্র ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় ভারত। গতকাল সেটাও টপকে গেল ভারত।
এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার