রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ওআইসির সমর্থন চেয়েছে বাংলাদেশ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ জানু ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ


রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ওআইসির সমর্থন চেয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
মিয়ানমার থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সমর্থন জোরদার করার জন্য ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনকে (ওআইসি) অনুরোধ করেছে বাংলাদেশ।

জাতীয় সংসদের তিন সদস্যের একটি দল শুক্রবার আলজেরিয়ায় ওআইসি সদস্য রাষ্ট্রের সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) নির্বাহী কমিটির ৪৮তম বৈঠকে অংশ নিয়ে এ অনুরোধ জানিয়েছে।

 

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বক্তব্য দেন।

তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন জোরদার করার জন্য ওআইসিকে অনুরোধ করেন। পিইউআইসি সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপকালেও তিনি রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন।

বাংলাদেশ দলের অন্য দুই সদস্য হলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ও এস এম শাহজাদা।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার