বড়লেখায় পৃথক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
০৬ অক্টো ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ণ
বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার কুমারশাইল গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে সহিদ আহমদ ও মুছেগুল গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে নিজাম উদ্দিন।
পুলিশ জানায়, সহিদ আহমদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একটি (জিআর-২৩/২০) মামলা রয়েছে। অন্যদিকে নিজাম উদ্দিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে বিশেষ ক্ষমতা আইনে একটি (৫৮/১৪) ও জিআর (৬৪/১৪ (বড়) এবং এনজিআর-৬২/২৩ (বড়) মামলা রয়েছে। তন্মধ্যে দুটি মামলা তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। শুক্রবার দিবাগত রাতে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শনিবার রাতে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার