সিলেট-ঢাকা মহাসড়কে ফের দুর্ঘটনা, অটোরিকশা চালকের মৃত্যু

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ জানু ২০২৩, ০৪:২৪ অপরাহ্ণ


সিলেট-ঢাকা মহাসড়কে ফের দুর্ঘটনা, অটোরিকশা চালকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে চান মিয়া (২১) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার ছেলে।

জানা যায়, ভোর সকালে চান মিয়া তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি মিরপুর গ্যাস পাম্পে যাওয়ার পথে দৌলতপুর ব্রিজের কাছাকাছি পৌছামাত্র অজ্ঞাত একটি গাড়ি তার অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চান মিয়ার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার