র্যাবের অভিযানে দুই হত্যা মামলার আসামি গ্রেফতার
০৫ সেপ্টে ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ সদর ও চুনারুঘাটে দুটি পৃথক অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি এবং হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী মমলার এক জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে দুটি পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হত্যা মামলার পলাতক আসামি হবিগঞ্জের চুনারুঘাট থানার আলীম উল্লাহর ছেলে মো. আব্দুল হক (৪০) এবং হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী মামলায় আসামি হবিগঞ্জের বানিয়াচং থানার লাল মিয়ার ছেলে কাশেম মিয়া (২৭)।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. আব্দুল হক ও রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ মডেল থানাধীন এলাকা থেকে হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী মামলায় মূলে থাকা কাশেম মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার