বিয়ানীবাজার পৌর শহরে বৃদ্ধের লাশ উদ্ধার
০৪ সেপ্টে ২০২৪, ০৩:৪০ অপরাহ্ণ
বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজার পৌর শহরের পোস্ট অফিস রোডে নজরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের লাশ অজ্ঞাত অবস্থায় পাওয়া গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ১২ টার দিকে অজ্ঞাত অবস্থায় রক্তাক্ত দেহ পেলে স্থানীয়রা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, হার্ট অ্যাটাক করে মারা গেছেন নজরুল ইসলাম। হাসপাতালে নেয়ার পর পরিচিতরা যুবকের মৃতদেহ দেখে পরিচয় শনাক্ত করেন । তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী নয়াগ্রাম ।
বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার