সিলেটে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ৫

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০২ সেপ্টে ২০২৪, ০৪:৫০ অপরাহ্ণ


সিলেটে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ৫

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর পৃথক অভিযানে ৫৫ পিচ ইয়াবা ও ২৮ বোতল বিদেশী মদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন এলাকায় দুইটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জিয়াউর রহমান (৪০), মো. শাহিনুর আলী (৩৫), মো. স্বপন মিয়া (২৭), মো. মোরশেদ মিয়া (৩৬), মো. সাইফুল ইসলাম (২৪)।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের মাধ্যম আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 993 বার