পুলিশের ৮৩ কর্মকর্তার রদবদল

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ সেপ্টে ২০২৪, ০১:২৩ অপরাহ্ণ


পুলিশের ৮৩ কর্মকর্তার রদবদল

স্টাফ রিপোর্টার:
ডিএমপিসহ (ঢাকা মহানগর পুলিশ) বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৮৩ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আজ রোববার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে উপপুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, উপপুলিশ কমিশনার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার