তিন দিন ধরে সংঘর্ষ : কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারালেন ১৯ জন
১৮ জুলা ২০২৪, ০৭:৩১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক:
সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে তিন দিনে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আজ বৃহস্পতিবার নিহত হয়েছেন অন্তত ১২ জন। বাকি সাতজনের প্রাণ গেছে গত মঙ্গল ও গতকাল বুধবার।
তিন দিন ধরে চলা সংঘর্ষে নিহতদের মধ্যে রংপুরে একজন, ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে তিনজন, মাদারীপুরে একজন ও নরসিংদীতে একজন।
আজ শুধু রাজধানীতে নিহত হয়েছেন ৯ জন। তাদের ছয়জন নিহত হন উত্তরায়। এ ছাড়া ধানমণ্ডিতে সংঘর্ষে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী, রামপুরায় এক পথচারী, যাত্রাবাড়ীতে এক রিকশাচালক নিহত হয়েছেন।
ঢাকার সাভারে সংঘর্ষে প্রাণ দিতে হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র শায়েখ আসহাবুল ইয়ামিনকে।
মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে আন্দোলনের সময় পুলিশের ধাওয়ায় শকুনি লেকে পড়ে নিখোঁজ ছাত্রের মরদেহ আজ দুপুরে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাহমিদ তামিম নামের এক স্কুলছাত্রনিহত হয়েছে।
আন্দোলনে প্রথম মৃত্যু রংপুরে
এবারের কোটা সংস্কার আন্দোলনে গত মঙ্গলবার প্রথম মৃত্যু হয় রংপুরে। গুলিতে নিহত আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। একই দিন চট্টগ্রামে তিনজন ও ঢাকায় নিহত হন দুজন। গতকাল বুধবার রাজধানীর শনির আখড়া এলাকায় সংঘর্ষে সিয়াম নামের এক তরুণ নিহত হন।
এই সংবাদটি পড়া হয়েছে : 992 বার