ঢাবির ৫ শিক্ষকের ওপর হামলায় জবি উপাচার্যের নিন্দা
১৭ জুলা ২০২৪, ০১:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাঁচ শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড সাদেকা হালিম। মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নিন্দা জানান।
উপাচার্য বলেন, গণমাধ্যমে জানতে পেরেছি কোটাবিরোধী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের ওপর হামলা চালিয়েছে। তারা সবাই প্রক্টরিয়াল বডির সদস্য। শিক্ষকদের ওপর এই ধরনের নেক্কার জন্য হামলা কখনো কাম্য না। এটি খুবই নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে। সবাইকে সংযত হতে হবে। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক আচরণ শিক্ষার্থীদের থেকে প্রত্যাশা নয়।
জানা যায়, আহত শিক্ষকরা হলেন, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মুহিত, সহযোগী অধ্যাপক ড. ফারজানা আহমেদ (শান্তা), সহযোগী অধ্যাপক ড. হাসান ফারুক ও সহকারী অধ্যাপক ইমামুল হক সরকার টিটু।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আন্দোলেনকারীরা তাদের ওপর হামলা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার