চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল কলকাতা, টুর্নামেন্টের সম্পূর্ণ পুরস্কার তালিকা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৭ মে ২০২৪, ০১:৪৪ অপরাহ্ণ


চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল কলকাতা, টুর্নামেন্টের সম্পূর্ণ পুরস্কার তালিকা

স্পোর্টস ডেস্ক :
রোববার চেন্নাইয়ের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের ১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়ে কলকাতা কত টাকা পেল। আর রানার্সআপ হায়দরাবাদ কত টাকা পেল। পুরস্কার মূল্য হিসেবে কাদের হাতে কত টাকা উঠল দেখে নেয়া যাক-

আইপিএল ২০২৪-এর পুরস্কার তালিকা-
১. চ্যাম্পিয়ন- কলকাতা নাইট রাইডার্স (ট্রফি ও ২০ কোটি টাকা)।

২. রানার্স- সানরাইজার্স হায়দরাবাদ (শিল্ড ও ১২.৫ কোটি টাকা)।

৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান)- বিরাট কোহলি (৭৪১ রান) (স্মারক ও ১০ লাখ টাকা)।

৪. পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট)- হার্ষাল প্যাটেল (২৪টি উইকেট) (স্মারক ও ১০ লাখ টাকা)।

৫. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লাখ টাকা)।

৬. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ১ লাখ টাকা)।

৭. ফাইনালে সব থেকে বেশি ছক্কা- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লাখ টাকা)।

৮. ফাইনালে সব থেকে বেশি চার- রহমানউল্লাহ গুরবাজ (ট্রফি ও ১ লাখ টাকা)।

৯. ফাইনালে সব থেকে বেশি ডট বল- হর্ষিত রানা (স্মারক ও ১ লাখ টাকা)।

১০. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ৫ লাখ টাকা)।

১১. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- নীতীশ রেড্ডি (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১২. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৩. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- সুনীল নারিন (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৪. টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা- অভিষেক শর্মা (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৫. টুর্নামেন্টের সব থেকে বেশি চার- ট্র্যাভিস হেড (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৬. টুর্নামেন্টের সেরা ক্যাচ- রমনদীপ সিং (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- সানরাইজার্স হায়দরাবাদ (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৮. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সুনীল নারিন (ট্রফি ও ১০ লাখ টাকা)।

১৯. সেরা মাঠ ও পিচ- হায়দরাবাদ (ট্রফি ও ৫০ লাখ টাকা)।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

সর্বশেষ

স্টাফ রিপোর্টার:  চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার রাতে এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর সোনাতলা এলাকার চাতলীবন গ্রামের শমশের আলীর ছেলে, জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেব আহমদ (৩০), আরামবাগ ৩নং রোডের আবদুল কাইয়ূমের ছেলে, ছাত্রলীগের সদস্য মো. মাহবুবুর রহমান (২১) এবং মীরবক্সটুলা আজাদী-২৫ নম্বর বাসার মো. কলিম মিয়ার ছেলে সাইফুর রহমান (৪৫)।              গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার: চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার রাতে এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর সোনাতলা এলাকার চাতলীবন গ্রামের শমশের আলীর ছেলে, জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেব আহমদ (৩০), আরামবাগ ৩নং রোডের আবদুল কাইয়ূমের ছেলে, ছাত্রলীগের সদস্য মো. মাহবুবুর রহমান (২১) এবং মীরবক্সটুলা আজাদী-২৫ নম্বর বাসার মো. কলিম মিয়ার ছেলে সাইফুর রহমান (৪৫)। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

বিয়ানীবাজারে সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান

বিয়ানীবাজারে সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান

ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া নিয়ে যা বললেন বেবিচক চেয়ারম্যান

ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া নিয়ে যা বললেন বেবিচক চেয়ারম্যান

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন