জৈন্তাপুরে বিপুল ভোটের ব্যবধানে লিয়াকত এগিয়ে

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২১ মে ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ণ


জৈন্তাপুরে বিপুল ভোটের ব্যবধানে লিয়াকত এগিয়ে

জৈন্তাপুর সংবাদদাতা:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ।

এ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী আনারস প্রতীক নিয়ে জয়ের পথে। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কাপ পিরিচ প্রতীক নেয়ে প্রবাসী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী। অসমর্থিত সূত্র জানিয়েছে লিয়াকত আলী প্রায় দশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ প্রার্থী অংশ নিয়েছেন। যেখানে চেয়ারম্যান পদে চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন লড়ছেন।

জৈন্তাপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন। যাদের মধ্যে ৬৪ হাজর ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬টি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার