বিয়ানীবাজারে আশা এনজিও’তে রহস্যজনক চুরি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৩ মে ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ণ


বিয়ানীবাজারে আশা এনজিও’তে রহস্যজনক চুরি

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারের আশা এনজিও’র দুবাগ শাখায় রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার মেওয়া গ্রামের মস্তান আলীর বাড়িতে আশা এনজিও’র শাখা অবস্থিত।

আশা কর্মচারী মাসুম জানান, রাত ৩টার দিকে জানালার গ্রীল কেঁটে ৬-৭জনের একটি সংগবদ্ধ চক্র এনজিও’র শাখায় ঢুকে পড়ে। এরপর তারা আশা কর্মচারীদের জিম্মী করে ক্যাশে থাকা নগদ ৩৬ হাজার নিয়ে যায়। তবে কাউকে মারধর করেনি বলে জানান তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করা দুবাগ বিটের এসআই শিমুল বিশ্বাস জানান, এ ঘটনায় রহস্য লুকায়িত আছে। রাত ৩টায় ঘটনা ঘটলেও পুলিশকে সকাল সাড়ে ৭টার দিকে জানানো হয়েছে। তাছাড়া এতবড় ঘটনা আশাপাশের আর কেউ জানেনা বলেও উল্লেখ করেন তিনি। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার